নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৬ ডিসেম্বর) বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
কাদের বলেন, ‘বিএনপির এখন সরকারের বিরুদ্ধে নালিশ করা ছাড়া কোনো কাজ নেই। নারায়ণগঞ্জে হেরে গিয়ে তাদের মাথা ঠিক নেই। এই নির্বাচনের পরে তারা বলছে, আওয়ামী লীগ সব স্তম্ভ ভেঙে দিচ্ছে। আপনাদের (বিএনপি) বলতে চাই, দেশ-বিদেশের মানুষ দেখেছে নাসিকে কি হয়েছে। কাজেই নাসিক নিয়ে প্রশ্ন তুললে আপনারা (বিএনপি) জনবিচ্ছিন্ন হয়ে যাবেন।’
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘বানর গান গায়, শিলা ভাসে। আসলে সরকার ব্যর্থ নয়, বিএনপি ব্যর্থ। তারা একটি আত্মঘাতী দল। তারা নিজেদের বেপরোয়া করে ফেলেছে, হতাশ করে ফেলেছে।’
বিএনপির আন্দোলনের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আট বছর ধরে শুনে আসছি আন্দোলন হবে, আন্দোলন হবে। একবার বলে রোজার ঈদের পর, আবার বলে কোরবানির ঈদের পর। এই বছর, ওই বছর; আন্দোলন হবে কোন বছর?’
ধর্মীয় সশস্ত্রবাদে আত্মঘাতী নারীদের নতুন আপদ উল্লেখ করে কাদের বলেন, ‘দেশে ইসলামী মিলিটেন্সির (ধর্মীয় সশস্ত্রবাদী) নতুন ধারা হচ্ছে এই আত্মঘাতী নারী। নতুন আপদ হয়ে দেখা দিয়েছে নারী ও অবুঝ শিশু। এরা শিশুদের ব্যবহার করছে ঢাল হিসেবে। এখন একজন কিশোর আত্মঘাতী। সে সুসাইট স্কোয়ার্ডে নাম লেখাচ্ছে।’
দেশের জনগণকে সঙ্গে নিয়ে এই বিষবৃক্ষ উপড়ে ফেলতে হবে জানিয়ে কাদের বলেন, ‘এই বিষবৃক্ষ উপড়ে ফেলা এতো সহজ নয়। স্বাধীনতাকামী মানুষদের পাশে নিয়ে দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিষবৃক্ষ সমূলে উপড়ে ফেলতে হবে।’
আলোচনা সভায় বক্তব্য রাখেন- নাট্য ব্যক্তিত্ব শমী কায়সার, সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদ জাকির হোসেন।