গাজীপুর,বর্তমানকণ্ঠ ডটকম: গাজীপুরের কাপাসিয়ায় তারাগঞ্জ খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
পরে রাত ১২টা পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার হয়। তাদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আতিক (২৬) ও তাজিম খাঁন (১৪)।
এছাড়া নাদিম (৩) ও নাদিয়া (৪) নামে দুই শিশুসহ পাঁচজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তারাগঞ্জ কলেজ মাঠে বিজয় মেলা দেখার জন্য নদীর ওপারের পলাশ উপজেলার আলিনগর এলাকা প্রায় ৭০/ ৮০ জন যাত্রীবোঝাই ট্রলার তারাগঞ্জ ঘাটে আসার সময় ইঞ্জিন বন্ধ হয়ে গেলে যাত্রীরা তড়িঘড়ি করে নামার সময় ট্রলারটি শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়। তখন খেয়াঘাট সংলগ্ন বাজারের লোকজন তাদের উদ্ধারে এগিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে দুইজনের লাশ পাওয়া যায় ও পরে তিনজনের লাশ পাওয়া যায়। আরও অন্তত ১৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে।