নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: গুলশান হামলার অন্যতম মাস্টারমাইন্ড মারজনসহ দুই জঙ্গি রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। নিহত অপর জঙ্গির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি নিহত একজন জঙ্গি হচ্ছেন মারজান। অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।