খন্দকার শাহিন,বর্তমানকণ্ঠ ডটকম: ঢাকা-সিলেট মহাসড়কে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী শিরিন সুলতানা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। গতকাল সোমবার রাত ৯টায় নরসিংদী জেলার সিমন্তবর্তী ছনপাড়া এলাকায় ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী মহিলা দলের সাবেক সভানেত্রী শিরিন সুুলতানা ব্যক্তিগত গাড়ি যোগে ঢাকা ফেরার পথে, মহা সড়ক থেকে রুপগঞ্জের ছোট রাতস্তায় প্রবেশ করার সময় বেপোরা চলাচলরত একটি গাড়ি প্রাইভেট কারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত মাধবদীর একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজরানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে দু’জনেই হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। খায়রুল কবির খোকনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। আর শিরিন আঘাত পেয়েছেন তবে গুরুতর কিছু হয়নি। তবে প্রাইভেট কারটির ব্যাপক ক্ষতি হয়েছে। খোকন সেমাবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন শেষে খোকন নিজ নির্বাচনী এলাকা নরসিংদী গিয়েছিলেন বলে জানান।