নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: সাবেক ডিএমপি কমিশনার ও বর্তমান র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ বলেছেন, ‘জঙ্গিদের ক্ষমতা অনেকাংশে কমে গেছে। হলি আর্টিজান ও বিভিন্ন অপারেশনের কারণে জঙ্গিরা এখন বিচ্ছিন্ন অবস্থায় আছে। তবে তারা গোপনে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে।’
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জাতীয় চিত্রশালা শিল্পকলা একাডেমিতে আলী হোসেন মিন্টুর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বেনজির।
তিনি বলেন, ‘মহাজোট সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতেই এ ধরনের জঙ্গি তৎপরতা শুরু হয়েছিল। আমরা অনেকটাই নিমূল করেছি। জঙ্গি নির্মূলে সরকার ও প্রশাসন জিরো টলারেন্সে আছে।’
বেনজির বলেন, ‘জঙ্গিরা যাতে পুনরায় সংগঠিত হতে না পারে সে ব্যাপারে প্রশাসন সজাগ রয়েছে। পাশাপাশি জেএমবির যে পুরোনো গ্রুপটি রয়েছে তাদের সঙ্গে অন্যান্য ছোটখাট গ্রুপগুলোকেও কড়া নজরদারিতে রাখা হচ্ছে। যাতে করে ভবিষ্যতে কোনো ধরনের হামলা ও নাশকতার জন্ম না হয়।’
জঙ্গিদের অর্থায়ন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেনজির বলেন, ‘ইতোমধ্যে আইনশৃঙ্খলাবাহিনী জঙ্গিদের অর্থায়নকারী অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনেছে। অনেককে গ্রেফতারও করেছে। জঙ্গিদের অর্থদাতাদের অনেককেই আমরা আইডেন্টিফাই করেছি।’