নারায়ণগঞ্জ,বর্তমানণ্ঠ ডটকম: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ২৬ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আরও ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টা ১০ মিনিটের দিকে এই রায় দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। এর আগে ১০ টা ৫ মিনিটে রায় পড়া শুরু করেন তিনি। ৯ টা ৪০ মিনিটের দিকে মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ২৩ জনকে আদালতে হাজির করা হয়।
এই রায়কে ঘিরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত চত্বরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ এবং বিভিন্ন সংস্থার সদস্যদের গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে। আদালতের আশপাশ এবং প্রধান সড়কসহ সব স্থানে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আদালত এলাকায় সাধারণ মানুষের প্রবেশ ও চলাফেরা নিয়ন্ত্রণ করা হয়েছে। সকাল থেকে শুধু গণমাধ্যমকর্মী ও আদালতের কর্মকর্তা-কর্মচারীদের আদালত চত্বরে প্রবেশ করতে দেয়া হয়েছে।