নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত- পাকিস্তানের মধ্যে আমরা কোন সংঘর্ষ চাই না। এই দুই দেশের মধ্যে কোনো সংঘাত হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো সবচেয়ে বেশি। এই অঞ্চলে শান্তি বজায় থাকুক এটিই আমরা চাই।
রবিবার (০২ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ১৭ দিনব্যাপী যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ১৪ সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। দীর্ঘ ব্যস্ত সফরের পর ৩০ সেপ্টেম্বর বিকেলে দেশে ফেরেন তিনি।
এ সফরে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন। একইসঙ্গে ভূষিত হন ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে’। খেতাব অর্জন করেন ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়নের’।