নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারাখানা থেকে শনিবার আরো এক লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশ পচে যাওয়ায় পরিচয় নিশ্চিত করতে পারেননি উদ্ধারকারীরা। এ নিয়ে টাম্পাকো দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬ জনে। আরো নিখোঁজ রয়েছেন ১০ জন।
উদ্ধারকারী স্বেচ্ছাসেবক রবিউল ইসলাম বলেন, লাশ পুরোটাই প্রায় কংকাল। মাংস খসে পড়েছে। তাই চেনা যাচ্ছে না।
টাম্পাকো দুর্ঘটনার দিন (১০ সেপ্টেম্বর) থেকে রবিউল ইসলাম স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধার কাজ করছেন। তিনি জানান, তার বোন জামাই এখনও নিখোঁজ রয়েছেন।
উদ্ধার কাজে অংশ নেওয়া সেনাবাহিনীর ১৪ ইঞ্জিনিয়ারিং কোরের সিও লে.কর্নেল শফিউল আজম বলেন, লাশে পচন ধরেছে তাই পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তী সময়ে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।
তবে উদ্ধারকারীদের অনেকে ধারণা করছেন লাশটি আজিমুদ্দিনের হতে পারে। তিনি কারখানার যেখানে কাজ করতেন ঠিক সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
১০ সেপ্টেম্বর ভোরে বিসিক শিল্প এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের মালিকানাধীন টাম্পাকো ফয়েলস কারখানায় গ্যাস সঞ্চালন লাইন বিস্ফোরণে আগুন ধরে যায়। এ ঘটনায় ভবনের চারতলা ধসে পড়ে। এ ঘটনায় ৩৬ জন মারা গেছেন। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো ৩৪ জন এবং নিখোঁজ রয়েছেন ১০ জন।
এ ঘটনায় কারখানার মালিকের বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে।