নিউজ ডেস্ক,কুয়েত ,বর্তমানকণ্ঠ ডটকম, শুক্রবার, ২৩ মার্চ ২০১৮: আমরা যারা এক কোটি প্রবাসী রয়েছি আমাদের কষ্টার্জিত টাকা যদি অবৈধ চ্যানেলে টাকা না পাঠিয়ে বৈধপথে টাকা পাঠাই তাহলে উন্নয়নশীল দেশ মান ধরে রাখতে সক্ষম হব।
জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে স্বীকৃতি দেয়ায় বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে এক উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সভাপতিত্বে ও কাউন্সিলর ও দূতালয় প্রধান আনিসুজ্জানের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। আলোচনা সভায় কুয়েতের সামাজিক, সাংস্কৃতিক, বাংলাদেশ কমিউনিটির নেতারা বক্তব্য রাখেন। এ সময় কুয়েতে বিভিন্ন শ্রেণিপেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা গুরুত্ব তুলে ধরেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় সংগীত,দেশের গান ও নাচ পরিবেশন করে কুয়েত প্রবাসী শিল্পীরা।
এই উপলক্ষে ২০ মার্চ থেকে ২৬ মার্চ প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দূতাবাসে কন্স্যুলার সেবা সপ্তাহ সেবা প্রদান করছে।