
সংবাদদাতা, বর্তমানকন্ঠ ডটকম, ইতালি : ইতালির মিলান সেন্ট্রাল ষ্টেশন সংলগ্ন পিয়াচ্ছা কাইয়াচ্ছোতে গতকাল রাতে ছিনতাইকারীর (মরক্কিনো) ছুরিকাঘাতে সামসুল হক স্বপন নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।(ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)। সামসুল হক স্বপন (৩১) এর বাড়ি মানিকগঞ্জ জেলার বারুয়াখালি, পিতার নাম আনোয়ার হোসাইন। ইতালির মিলানে দীর্ঘ ৫বছর যাবৎ বসবাস করছিলেন।
তিনি পিয়াচ্ছা দোমোর করদোসিওতে একটি রেষ্টুরেন্টে কাজ করতেন।প্রতিদিনের মতোই গত রাতে কাজ থেকে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশীদের ভেতর আতঙ্ক বিরাজ করছে এবং মিলান কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে ।জানা গেছে মিলানোস্থ নিগোয়ারদা হাসপাতালে তার লাশ রাখা হয়েছে। উল্লেখ্য, ইতালির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতেই ঘটনাটি বাঙালি কমিউনিটির দৃষ্টি গোছর হয়।
নিম্নে ইতালির গণমাধ্যমে প্রকাশিত সংবাদ লিংকে দেখুন ।
https://www.ilgiorno.it/milano/cronaca/accoltellato-rapina-morto-1.3874429
https://milano.corriere.it/notizie/cronaca/18_aprile_27/studentessa-21enne-accoltellata-centro-rapina-grave-accoltellato-bengalese-ucciso-a2ec2e44-49e3-11e8-a30a-134b88b5afda.shtml?refresh_ce-cp
http://milano.repubblica.it/cronaca/2018/04/27/news/milano_studentessa_accoltellata_per_rapina-194903744/?refresh_ce