সংবাদদাতা, বর্তমানকন্ঠ ডটকম, ইতালি: ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মিলান বিএনপি। ১০ নভেম্বর শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে মিলান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ মনির এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, সহ সভাপতি শাহীন হাওলাদার, বিএনপি নেতা হানিফ পাটোয়ারী ,যুগ্ম সম্পাদক মীর হোসেন বিপ্লব, তালুকদার মিটু,যুবদলের সহ সভাপতি রবিন শিকদার, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জুয়েল পাশা সহ মিলান বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা, বিপ্লব ও সংহতি দিবসের উপর আলোচনা করে বলেন এই ৭ নভেম্বর যদি বিপ্লব না হতো তাইলে বাংলাদেশ একটি অপশক্তির কাছে চলে যেত। এই বিপ্লবের মাধ্যমে বিএনপি বাংলাদেশে প্রতিস্ঠিত হয়েছে এবং বাংলাদেশে কে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করেছে।
সরকার গণতান্ত্রিক ব্যবস্থা রাখতে অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং জনগণের অধিকারকে ফিরিয়ে দিতে চায়,তাহলে নিশ্চয়ই বিএনপি নির্বাচনে যাবে এবং আগামীতে ক্ষমতায় আসবে।