প্রতিনিধি, বর্তমানকন্ঠ ডটকম, ইতালি : মহান বিজয় দিবস উপলক্ষে ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার স্থানীয় একটি হলরুমে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে বিজয়ের দিবসের উপর প্রায় অর্ধ শতাধিক ছাত্রছাত্রীরা এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রবাসে বেড়ে উঠা এই প্রজন্মের কাছে আমাদের জাতীয় দিবসগুলো তুলে ধরতে এমন আয়জনের প্রশংসা করেন স্থানীয় প্রবাসী ও স্কুলের অভিবাবকরা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ত্রেভিজো শহরের মেয়র মারিও কন্তে ও প্রশাসনিক কর্মকর্তা মানেরা, সাকিবুল আলম, এরিন সুজুকি ছাড়াও স্থানীয় কয়েকটি এসোসিয়েশনের ইতালিয়ান অতিথিবৃন্দ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকা জাবেদা আক্তার, কামরুন নাহার তুলি, মুকুল আক্তার, সাথী আক্তার, বাংলা স্কুলের পরিচালক কামরুল হাসান রাসেল, জসিম বেপারী, হীরা ইসলাম, ইমরান হোসাইন, ওমর ফারুক, ঈসা আমিন ও স্কুলের অভিবাবকরা।