
সংবাদদাতা, বর্তমানকন্ঠ ডটকম, ইতালি : রোমে কানেক্ট বাংলাদেশ এর সম্মেলন শেষ হয়েছে।কানেক্ট বাংলাদেশ রোম সম্মেলনের তৃতীয় ও সমাপনি দিন ছিল সংবাদ সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা । চমৎকার , সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মেলন সমাপ্ত হয় । সাংস্কৃতিক পর্বের শুরুতে বিশেষ আকর্ষণ ছিল কানেক্ট বাংলাদেশের মুক্তিযোদ্ধা সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া, পর্বটি পরিচালনা করেন বাংলাদেশ থেকে আগত সুপ্রিম কোর্টের আইনজীবি, কানেক্ট বাংলাদেশের পরিকল্পনা কমিটির অন্যতম সদস্য এডভোকেট আবদুল নূর দুলাল । সংবর্ধিত মুক্তিযোদ্ধারা হলেন : কানেক্ট বাংলাদেশের পরিকল্পনা পরিষদের অন্যতম সদস্য যথাক্রমে : মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া – কানাডা, মুক্তিযোদ্ধা লুৎফা হাসীন রোজী – আমেরিকা, মুক্তিযোদ্ধা দিলীপ কর্মকার – কানাডা ।
অনুষ্ঠানটি শুরু হয়েছিল পরিচয় পর্ব, সংগঠন প্রতিষ্ঠার ইতিবৃত্ত এবং পৃথিবীর বিভিন্ন দেশের আগত ডেলিগেটদের অভ্যর্থনা প্রদানের মাধ্যমে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আমিন (লন্ডন)। তিনি সংগঠনের চলমান কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। উপস্থাপনায় ছিলেন শামসুল হক পাখি (ইতালি)। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ গিয়াস উদ্দিন আহমেদ (লন্ডন)।
উপস্থিত ছিলেন আমেরিকা এবং ইউরোপে অবস্থানরত বিভিন্ন দেশের সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা লুতফা হাসীন রোজী (আমেরিকা), দিলীপ কর্মকার (কানাডা), মনসুর চৌধুরী (প্যারিস/ফ্রান্স), এ্যাড শিব্বির আহমেদ (ইংল্যান্ড), মোহাম্মদ ইলিয়াস মিয়া (কানাডা), ডাঃ সাইদুর রহমান লস্কর (ইতালি), এ্যাড আবদুল নূর দুলাল ( সুপ্রিম কোর্ট / বাংলাদেশ), শিকদার গিয়াস উদ্দিন (আমেরিকা), কাজী আসাদুজ্জামান (সুইজারল্যান্ড), হাকিকুল ইসলাম খোকন সিনিয়র সাংবাদিক ও এডিটর বাপসনিঊজ (আমেরিকা), আবছার হোসাইন (স্পেন), আঁখি সীমা কাওসার (ইতালি), এবি এম সালেহ উদ্দিন (কবি ও কলামিস্ট/আমেরিকা), জাফর আজাদ (ফ্রান্স), শাহ আলম (ইতালি), কবি বাবুল তালুকদার (লন্ডন), এ্যাড রওশন আরা (ইতালি), এ্যাড কামরুজ্জামান (ইতালি), কাজী জাকারিয়া (ইতালি), আবু তাহের (আমেরিকা) (আই টি এক্সপার্ট) নূরুন্নবী আলীসহ আরো অনেকেই।
সংগঠনের গঠণতন্ত্র প্রণয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও যুগোপযোগী কার্য কর্মসূচি নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে গানে গানে দর্শকদের মাতিয়ে রাখেন , কাজী জাকারিয়া, তাহেরুল ইসলাম, মনিকা ইসলাম, শশী ও মুরাদ ।
সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।রিয়াজ হোসেন – চ্যানেল এস , জমির হোসেন – যুগান্তর, আমির হোসেন লিটন – ডি বি সি টিভি, শিমুল রহমান – ধূমকেতু টিভি, মনিকা ইসলাম – আনন্দ টিভি, আলম শাহ – ডি টিভি , শাহীন খলিল কাওসার – গাজী টিভি, নূরুন্নবী আলী – স্বদেশ বিদেশ / সি প্লাস টিভি ।