মিরসরাই (চট্টগ্রাম) ,বর্তমানকণ্ঠ ডটকম: চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার বটতাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই ফরিদউদ্দিন জানিয়েছেন, মিরসরাই ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে ছিল। ঐ ফিলিং স্টেশনের আশেপাশে কাদা থাকায় বাসের চাকা আটকে গিয়েছিল। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী, বাস চালকের সহকারী ও কাভার্ড ভ্যান চালকের সহকারী নিহত হন।