নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানী ঢাকার ৩২১টিসহ সারাদেশের ৪১৬টি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।
তিনি বলেন, সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের সহযোগিতায় এগুলো আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ভেঙে ফেলার জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে রয়েছে- ঢাকার ৩২১টি, খুলনার ৪০, সিলেটের ৩১ ও চট্টগ্রামের ২৪টি।
সচিব শাহ কামাল জানান, ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙার পাশাপাশি বাংলাদেশ সচিবালয়ের চার নম্বর ভবন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভবন, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজসহ মোট ১০টি ভবনকে আধুনিক প্রযুক্তিসম্মত ব্যবস্থা গ্রহণ করে শক্তিশালী করারও অনুরোধ জানানো হয়েছে।
এই ভবনগুলো পুরনো হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
আগামী ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শাহ কামাল জানান, ১১ এবং ১২ অক্টোবর দুর্গাপূজা ও মহররমের ছুটি থাকার কারণে বাংলাদেশ দিবসটি পালন করবে ৯ অক্টোবর রোববার।
ওইদিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় জনগণকে সচেতন করতে বাংলাদেশ সচিবালয় ওইদিন একটি মহড়া অনুষ্ঠিত হবে।