নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: খাদ্যে ভেজাল বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার দ্বাদশ অধিবেশনের সমাপনী দিনে এমন প্রশন্ তোলেন তিনি।
রওশন এরশাদ বলেন, বলেই যাচ্ছি। বকা রাম বলে যায়, কোনো অ্যাকশন হয়নি। এগুলো প্রভাবশালীরা করছে। তারা কারা? জানতে চাই। তাদের কেন ধরতে পারছেন না। মাননীয় প্রধানমন্ত্রী ইচ্ছা করলে বন্ধ করতে পারতেন। সেই ইচ্ছা তিনি পোষণ করবেন কি না, জানি না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্থিতিতে রওশন বলেন, উন্নয়নের সূচকগুলোতে অনেক অর্জন থাকলেও খাবারে ভেজাল তা ম্লান করে দিচ্ছে। সংসদে অনেকবারই বলেছি। মাছের, মুরগির খাদ্য ট্যানারির বর্জ্য দিয়ে তৈরি। এতো খাদ্য, কিন্তু নিরাপদ খাদ্যের অভাব। আগামী প্রজন্মকে যদি নিরাপদ খাদ্য খাওয়াতে না পারি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ কিভাবে বানাবেন?
প্রধানমন্ত্রীর উদ্দেশে জাপা নেত্রী আরো বলেন, বিষ খেয়ে যদি বিষ হজম করতে থাকি, তবে কাকে নিয়ে সোনার বাংলা গড়বেন। হাসপাতালে যান দেখেন কী অবস্থা। জায়গা নেই।
সমাপনী বক্তব্যে শিক্ষার মান বাড়নো, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধিতে সরকারের উদ্যোগ দাবি করেন বিরোধী দলীয় নেতা। এ সময় প্লট বঞ্চিত সংসদ সদস্যরা যাতে জমি পান সেদিকে নজর দিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যারা প্লট বরাদ্দ পায়নি… মাননীয় স্পিকার আপনি দেখবেন যাতে বঞ্চিত না হয়। মহিলারা এমনিতেই বঞ্চিত। মেয়েরা পথে ঘাটে মারা যাচ্ছে। কি হচ্ছে এগুলো। মেয়েরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য কাজ করতে হবে।