নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড সংগ্রহ করতে ভোটারদের উৎসাহ বেড়েছে। শুক্রবার (০৭ অক্টোবর) ছুটির দিন সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ক্যাম্পে রমনা থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের নিউ ইস্কাটন রোড ও সার্কিট হাউজ রোড এলাকার ভোটারদের স্মার্টকার্ড দেওয়া হচ্ছে।
আর উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পে উত্তরা মডেল টাউন-সেক্টর ৯-এর পুরুষ ভোটারদের কার্ড বিতরণ করছে ইসি।
সরেজমিন ঘুরে দেখা যায়, ক্যাম্পের সামনে দীর্ঘ লাইন। সুশৃঙ্খলভাবেই সবাইকে কার্ড দিচ্ছে ইসি। তবে আজকের দিনে যে এলাকার ভোটারদের কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছিল ইসি, তার বাইরের অন্য এলাকার ভোটাররাও এসেছেন। এজন্য তাদের ফেরত যেতে হচ্ছে। এছাড়া অন্যদিনের মতোও অনেককে দশ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নিয়ে ফেরত পাঠানো হচ্ছে, যাদের সঙ্গে পরবর্তীতে ফোন দিয়ে যোগাযোগ করা হবে।
রমনা থানা নির্বাচন কর্মকর্তা মাহবুবা আক্তার হেনা বলেন, অন্যদিনের চেয়ে আজ রেসপন্স বেশি। হয়ত সরকারি ছুটির দিন বলেই ভোটারের আগমন বেশি।
এদিকে, সরকারি নিয়োগ পরীক্ষা থাকায় পঞ্চম দিনের স্মার্টকার্ড বিতরণ কিছুটা বিলম্বে শুরু হয়েছে।
বিকেল পাঁচটায় বিতরণ কার্যক্রম বন্ধ হবে। তবে ক্যাম্পের ভেতরে পাঁচটার মধ্যে ভোটাররা থাকলে তারা স্মার্টকার্ড পাবেন।
গত ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। ৩ অক্টোবর থেকে ঢাকার দুই সিটির দুটি এলাকা এবং কুড়িগ্রামরে ফুলবাড়িতে বিতরণ শুরু করে ইসি।