রুবেল ইসলাম,বর্তমানকণ্ঠ ডটকম: মুন্সীগঞ্জে দেশি রিভারবল ও তিন রাউন্ড গুলি সহ সন্ত্রাসী মো. সুমন (৩০) কে আটক করে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।
জেলার সদর উপজেলার ভিটি হোগল্লা কান্দি গ্রামে গোপন সংবাদের ভিক্তিতে আজ শুক্রবার রাত তিনটার দিকে অভিযান চালিয়ে মোঃ সুমন নামের যুবকের কাছ থেকে দেশি রিভারবল সহ তিন রাউন্ড গুলি উদ্বার করেছে ডিবি পুলিশ অভি যানিকদল।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ওসি মোঃ কালাম জানান, মোঃ সুমন এর কাছে থাকা রিভারবল ও গুল্লি উদ্বার করা হয়েছে। তবে তার কাছে আরো অস্ত্র আছে কিনা জিজ্ঞাসাবাদ চলছে।
আটক মো. সুমনের এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। দেশের মানুষকে শান্তিতে বাঁচাতে ডিবি পুলিশের এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও এ কর্মকর্তা আরো জানান। আসামীর বিরুদ্ধে সদর থানায় অস্ত্র মামলার প্রক্রিয়াধিন রয়েছে।