নিউজ ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম:২০১৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন কলম্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। দেশটির ফার্ক গেরিলাদের সাথে শান্তি প্রক্রিয়ায় তার অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়।
নোবেল কমিটি জানায়-‘কমিটি আশা করে এই পুরষ্কার তাকে শান্তি প্রক্রিয়া চালিয়ে নিতে সাহায্য করবে। কমিটির প্রত্যাশা, কলম্বিয়ার মানুষ সামনের বছরগুলোতে এই সমঝোতা ও শান্তি প্রচেষ্টার সুফল পাবে।’
যদিও মাত্র কয়েকদিন আগে গণভোটে দেশটির জনগণ প্রেসিডেন্ট সান্তোসের শান্তি চুক্তির বিপক্ষে ভোট দেয়। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর কলম্বিয়ার প্রেসিডেন্ট সান্তোস ও ফার্ক নেতা তিমোচেংকুর মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে চুক্তি কার্যকর করার জন্য গণভোটের দরকার পরে। সেখানে খুবই অল্প ভোটের ব্যবধানে ‘না’ জয়ী হয়।
গণভোটে কলম্বিয়ার মানুষের সামনে প্রশ্ন রাখা হয় ‘তারা শান্তি চুক্তিকে সমর্থন করেন, নাকি করেন না’! শান্তি চুক্তিটির পক্ষে ছিলেন প্রেসিডেন্ট সান্তোসসহ দেশটির অনেক রাজনীতিবিদ। এমনকি জাতিসংঘ মহাসচিব বান কি মুনও ছিলেন এর পক্ষে।
অন্যদিকে ‘না’ ভোটের পক্ষেও প্রচারণা চালাচ্ছিলেন অনেকেই। সাবেক কলম্বিয়ান প্রেসিডেন্ট আলভারো ইউরাইব ছিলেন তাদের মধ্যে প্রথম সারির।রোববার অনুষ্ঠিত এই ভোটের আগে সকল জরিপেই দেখা গিয়েছিল ‘হ্যা’ এরই জয়জয়কার। কিন্তু ৫০.২ শতাংশ ভোটার ‘না’ তে ভোট দেন। তার বিপরীতে ‘হা’ এর পক্ষে ভোট পড়েছিল ৪৯.৮ শতাংশ।
অবশ্য ভোট দিতে ভোট কেন্দ্রে এসেছিলেন ৩৮ শতাংশ ভোটার।
প্রেসিডেন্ট সান্তোস ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে চলমান শান্তি প্রচেষ্টা যেন অব্যাহত থাকে এই আশা করা হয় নোবেল কমিটির পক্ষ থেকে।
এর আগে নোবেল শান্তি পুরষ্কার কোন ব্যক্তি বা কোন গোষ্ঠী পাচ্ছে তা নিয়ে বিভিন্ন গণমাধ্যম পূর্বাভাস দিয়ে আসছিল। সবচেয়ে বেশি সমর্থন ছিল সিরিয়াভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেট (সাদা হেলমেট)এর প্রতি। যারা জীবন বাজি রেখে সিরিয়ার গৃহযুদ্ধে উদ্ধার তৎপরতা, সেবা ও ত্রাণ বিতরণ করে যাচ্ছেন।
তবে নোবেল কমিটি সান্তোসেই সন্তোষ খুঁজে পাওয়ায় সকল জল্পনা কল্পনার অবসান হলো। সূত্র: দি গার্ডিয়ান