খন্দকার শাহিন,বর্তমানকণ্ঠ ডটকম: মাধবদীর বহুল আলোচিত শিশু সোহাগী অপহরনের ২ বছর। ২০১৪ সালের চার অক্টোবর শনিবার মাধবদীর মনোহরপুর এলাকা থেকে ৪ বছরের শিশু শ্রাবন্তী আক্তার সোহাগী অপহৃত হয়। ২ বছর পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি সোহাগীর। মেয়েটির পরিবার হত দরিদ্র হওয়ায় এব্যাপারে প্রশাসনের নেই কোন তৎপরতা।
সরেজমিনে সোহাগীদের বাড়িতে গেলে ছবি দেখিয়ে শিশুটির মা কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন অপহরনকারীদের চিহ্নিত করে দেয়া সত্ত্বেও আজ ২ বছর যাবৎ আমার মেয়ে কাছে নেই, পুলিশ আসামীদের কাউকেই আটক করতে পারছেনা।
বিস্তারিত আসছে….