বিনোদন ডেস্ক: বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে পেছন থেকে মুখোশধারী দুর্বৃত্তরা দৌড়াচ্ছে। কিন্তু ধরতে পারছে না। মেয়ে হয়ে প্রিয়াঙ্কা কি পারবে নিজেকে রক্ষা করতে। আমাদের বাস্তবতায় এমনটা ভাবাই স্বাভাবিক।
কিন্তু ঘটনা পুরো উল্টো। দৃশ্য দেখে চোখ কপালে উঠার মতো। প্রিয়াঙ্কার একার দৌড়ানিতেই দুর্বৃত্তরা পিছু হটতে বাধ্য হলো। কিছু পেদানিও হয়তো পিঠের উপর উপটৌকন হিসেবে দিয়ে দিয়েছেন এই বলিউড কুইন।
আসলে উল্লিখত দৃশ্যে অভিনয় করতে গিয়ে চোঁট পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কয়েকদিন আগেই কোয়ান্টিকোর দ্বিতীয় পর্ব থেকে কিছু অন্তরঙ্গ দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়৷ কিন্তু এবার একেবারে উল্টো দৃশ্য, রীতিমতো চোট পেয়েছেন এই সুপারস্টার৷ দেখে মনে হয় ব্যথাটা একটু বেশিই লেগেছে৷
আসলে ঘনিষ্ঠ দৃশ্যের অন্তরঙ্গতা যেমন অভিনয় ছিল, তেমনই এই চোট পাওয়ার দৃশ্যটাও অভিনয় বটে! সম্প্রতি যে ছবি ছড়িয়ে পড়েছে, তাতে বোঝা যাচ্ছে দারুণ এই অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি৷ পিছনে ধাওয়া করেও মুখোশধারী দুর্বৃত্তরা উল্টো পিটুনি খেয়ে বাড়ি ফিরলো৷
এতটুকু কাবু না হওয়া প্রিয়াঙ্কা চোপড়া এই দৃশ্যে এটুকুই হয়তো বুঝাতে চেয়েছেন- তিনি শুধু অন্তরঙ্গ দৃশ্যেই নয়, অ্যাকশনেও পাকা প্লেয়ার।