আন্তর্জাতিক ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে হাইতিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪২ জনে।
শনিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সবশেষ খবর মতে এ সংখ্যা বেড়ে ৮৪২ জনে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে।
হাইতিতে তাণ্ডব চালিয়ে সামুদ্রিক ঝড়টি এখন ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে।
হাইতিতে এ ঝড়ে প্রায় ৩ হাজার ২০০ বাড়িঘর ধ্বংস হয়েছে এবং গৃহহারা হয়েছে অন্তত ১৫ হাজার মানুষ। তীব্র বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় দূরবর্তী এলাকাগুলোতে সাহায্য পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সাহায্য সংস্থাগুলো।
এর আগে মঙ্গলবার ১৪৫ কিলোমিটার বেগে ধেয়ে আসে ম্যাথিউ। এতে অসংখ্য গাছপালা ধ্বংস হয়ে গেছে এবং তলিয়ে গেছে গবাদিপশু। দূর্গত এলাকাগুলোতে বন্ধ হয়ে আছে গণমাধ্যমের সম্প্রচার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাইতির জেরেমি শহর। সেখানে বিধ্বস্ত হয়েছে ৮০ শতাংশ ঘরবাড়ি।
ঘূর্ণিঝড় ম্যাথিউ প্রথমবার আঘাত হানার পর ঘুরে আসার পথে ফের আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ২০৫ কিলোমিটার বেগে ধেয়ে আসা ম্যাথিউ প্রথমবার ফ্লোরিডার কেন্দ্রে আঘাত হানতে পারে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।