গাজীপুর,বর্তমানকণ্ঠ ডটকম: জেলার হাড়িনালে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে র্যাবের অভিযান চলছে। শনিবার (৮ অক্টোবর) ভোর রাত থেকে এ অভিযান শুরু হয়েছে।
গোপন সংবাদ ও তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।