সুনামগঞ্জ,বর্তমানকণ্ঠ ডটকম: সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক গত ১৪ জুন হতে ৮ অক্টোবর পর্যন্ত আটককৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ক্যাম্পে আটককৃত বিভিন্ন মাদকদ্রব্যসহ ধ্বংস করা হয়।
মাদকদব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাসরুর উল্লাহ(পিএসসি), সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল্লাহ-আল-মামুন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন আর রশিদ, সিভিল সার্জন ডা. আব্দুল হাকীম প্রমুখ।
এসময় ৪৩ হাজার ২৩১ বোতল মদ ও ১০ হাজার ৯৮০ প্যাকেট নাসির বিড়িসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয় যার মূল্য অানুমানিক মোট ৪ কোটি ৭৫ লাখ ৯ হাজার ২৫০ টাকা।