নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: আশুলিয়ায় শনিবার আটক নব্য জেএমবির অর্থদাতা আব্দুর রহমান চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন।
র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ মাসুদুর রহমান রাত ১২টা ১০ মিনিটে এ খবর নিশ্চিত করেন।
তিনি আরও জানান, সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ রাত ১২টা ৫ মিনিটে আব্দুর রহমানের ডেথ সার্টিফিকেট দেয়।
শনিবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত আশুলিয়ার গাজীরচট বসুন্ধরা টেক এলাকার আমিন হোসেন মৃধা ওরফে শাহীন মৃধার ৫ তলা ভাড়া বাড়ির ৫ তলায় অভিযান চালিয়ে আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যদের আটক করা হয়।
এ সময় তার কক্ষ থেকে নগদ ৩০ লাখ টাকা, বিদেশী পিস্তল, মোবাইল জ্যামার, জিহাদী বই ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই বাড়ির কেয়ারটেকার তারেক মিয়াকে আটক করেছে র্যাব সদস্যরা।