নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি সরকারদলীয় এমপি আমানুর রহমান খান রানার জামিন আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন আদালত।
রোববার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার।
এর আগে ২৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক আবুল মনসুর মিয়া সরকারদলীয় এমপি আমানুর রহমান খান রানার জামিন নামঞ্জুর করেন আদালত।
এরপর হাইকোর্টে জামিন আদেন করলে আদালত ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেন।