নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাংবাদিক শাহরিয়ার শহীদের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা আর্থিক সহযোগিতা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ’শহীদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী আজ ৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন।’
বাসস’র বিশেষ সংবাদদাতা শহীদ বর্তমানে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিডনি অকার্যকর হওয়ায় গতমাসের শেষের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।