নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সম্মেলনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগে থেকেই সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে গঠিত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির বৈঠকে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশেপাশের এলাকায় ১ অক্টোবর থেকে সিসি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটি ক্যাম্প স্থাপন করা হবে বলে জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বৈঠকে আসাদুজ্জামান খান কামাল জানান, ‘সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। সম্মেলনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় যেসব পদক্ষেপ নেয়া হবে তা যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। এই নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় যার যে দায়িত্ব দেয়া হবে তা যথাযথভাবে পালন করতে হবে।’
‘সম্মেলনে দেশি-বিদেশি অতিথিরা থাকবেন। শৃঙ্খলা রক্ষা করে একটি শৃঙ্খল পরিবেশ বজায় রাখতে পারলে সম্মেলন সার্থক হবে।’
আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের প্রস্তুতি নিয়ে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সম্মেলনের দিন ঢাকার প্রবেশ পথগুলোতে বিভিন্ন জায়গায় অভ্যর্থনার ব্যবস্থা করা হবে। সেখানকার শৃঙ্খলা রক্ষা এবং কাউন্সিলর ডেলিগেটরা যাতে স্বাচ্ছন্দে সম্মেলনের ভেন্যুস্থলে আসতে পারে সে ব্যবস্থা করা হবে। প্রবেশ পথগুলোতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে।’
বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সদস্য ইকবালুর রহিম, আসলামুল হক আসলাম, বাহাদুর ব্যাপারি, ইসহাক আলী খান পান্না, মতিউর রহমান মতি, নির্মল রঞ্জন গুহ।