লক্ষ্মীপুর,বর্তমানকণ্ঠ ডটকম: জেলার রায়পুরে প্রজনন মৌসুমে মেঘনায় মা ইলিশ রক্ষা ও সংরক্ষণে জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকালে রায়পুরে উপজেলার মেঘনা নদীর পার চান্দার খাল পুরান বেড়ী এলাকায় এনহ্যান্ড কোস্টাল ফিসারিজ (ইকোফিস) প্রকল্প ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলেসহ তাদের পরিবারদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার।
রায়পুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার,বিশেষ অতিধি জেলা মৎস্য কর্মকর্তা এএইচএম মহিব উল্যাহ, এনহ্যান্ড কোস্টাল ফিসারিজ (ইকোফিস) প্রকল্প গবেষণা কর্মকর্তা এবিএম আরমান হোসাইন, এসময় জাতীয় মৎস্য জীবি সমিতি, ক্ষুদ্র মৎস্য জীবি সমিতি, বিভিন্ন মাছঘাটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় জেলেদের ইলিশের প্রজনন মৌসুমে (১২ অক্টোবর থেকে ২ নভেম্বর) মেঘনা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত ইলিশসহ সকল মাছ ধরার ওপর সরকার নিষেধাজ্ঞা আইন মানার জন্য শপথ করানো হয়। পরে ইকোফিস প্রকল্পের পক্ষ থেকে স্থানীয় জেলেও জেলে পরিবার ৮৪ জনের মাঝে ১টা করে ছাগল ও তিন জন জেলেকে সুতার জাল প্রদান করা হয়।
সচেতনতাসভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাস্টার বলেন, ২২ দিন নিষিদ্ধ সময়ে মাছ ধরা, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ অথবা বিক্রি করা যাবে না। এ আইন কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।