নিজস্ব প্রকিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: গাজীপুরের পাতারটেকে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত সন্দেহভাজন ৭ জঙ্গির ছবি প্রকাশ করে তাদের বিষয়ে তথ্য চেয়েছে পুলিশ।
গতকাল রবিবার ঢাকা মহানগর পুলিশের ফেইসবুক পাতায় ছবিটি (রক্তাক্ত লাশের ছবি। অপ্রাপ্তবয়স্কদের দেখার ক্ষেত্রে অভিভাবকদের নির্দেশনা নেওয়ার অনুরোধ করা হল) প্রকাশ করা হয়।
সেখানে এই ৭ জঙ্গির বিষয়ে তথ্য চেয়ে লিখা হয়েছে- “গত ৮ অক্টোবর ২০১৬ গাজীপুরের পাতারটেকে পুলিশের সাথে জঙ্গীদের গুলি বিনিময়কালে ৭ জঙ্গি নিহত হয়।
জঙ্গি অভিযান ও তদন্তে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে আমরা দেখেছি যে জঙ্গিরা বিভিন্ন সময়ে ও বিভিন্ন স্থানে একাধিক ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে থাকে। তদন্তের স্বার্থে তাদের প্রকৃত পরিচয় জানা জরুরি।
যদি কেউ তাদের প্রকৃত পরিচয় সম্পর্কে জানেন তাহলে ডিএমপি’র ফেসবুক পেজের ইনবক্স, হ্যালো সিটি অ্যাপস অথবা গাজীপুর জেলা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।”
শনিবার গাজীপুর সিটি করপোরেশন এলাকার নোয়াগাঁওয়ের আফারখোলা পাতারটেকের ওই বাড়িতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের অভিযানে ৭ জঙ্গি নিহত হন।
নিহতরা সবাই গুলশানে হামলাকারীদের দল ‘নব্য জেএমবি’র সদস্য ছিলেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।
নিহতদের মধ্যে দলটির ‘নেতা’ ফরিদুল ইসলাম আকাশ রয়েছেন বলে মন্ত্রী জানালেও পুলিশের প্রকাশ করা ছবিতে আকাশকে চিহ্নিত করা হয়নি।
এদিকে নিহত সাত জঙ্গিকে আসামি করে রবিবার জয়দেবপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা।
গাজীপুরের হাসপাতালে ইতোমধ্যে পাতারটেকে নিহত ৭ জঙ্গির লাশ ময়নাতদন্ত করেছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, একই দিন একই সময়ে র্যাবের অভিযানে গাজীপুরের হাড়িনাল পশ্চিমপাড়ার লেবুবাগান এলাকার এক বাড়িতে সন্দেহভাজন দুই জঙ্গি এবং টাঙ্গাইল সদরের কাগমারা গ্রামে আরেক আস্তানায় আরও ২ জঙ্গি নিহত হন।
শনিবার রাতেই রাজধানীর অদূরে আশুলিয়ার এক বাড়িতে অভিযানের সময় পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির, যাকে ‘নব্য জেএমবির প্রধান অর্থদাতা’ আব্দুর রহমান আয়নাল (৩০) হিসেবে চিহ্নিত করেছে র্যাব।