নরসিংদী প্রতিনিধি,বর্তমানকণ্ঠ ডটকম: নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩টি পিস্তল, ১টি রিভলবার ও ৯ রাউন্ড তাজা গুলি সহ ৪জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে শহরের বীরপুর ও হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- বীরপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে মিনহাজুল আবেদীন রিজভী (২৪), হাজীপুর ইউনিয়নের মৌলভীপাড়ার আলী ইমানের ছেলে আমির হোসেন (২২), সওদাগর পাড়ার মো: শাহজাহান শেখের ছেলে মুন্না (২২) ও রুস্তম আলীর ছেলে আ: রশিদ মিয়া (২৯)।
আজ সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আমেনা বেগম।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গতকাল রাতে অবৈধ অস্ত্র দ্বারা বড় ধরনের অপরাধ সংগঠনের পরিকল্পনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গাফ্ফারের নেতৃত্বে তার টিম শহরের বীরপুর এলাকায় মিনহাজুল আবেদীন রিজভীর বাড়িতে অভিযান চালায়। এসময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে মিনহাজ গোয়েন্দা পুলিশের উপর গুলি ছোড়ার চেষ্টা করলে তাকে কৌশলে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি পিস্তল, ১টি রিভলবার, লোডকৃত অবস্থায় পিস্তলের ৩ রাউন্ড গুলি ও রিভলবারের ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তার স্বীকারোক্তির তথ্য অনুযায়ী হাজিপুর ইউনিয়নের মৌলভীপাড়ার জনৈক মো: মুন্নার বাড়ির একটি পরিত্যাক্ত ঘর থেকে আমির হোসেন, মুন্না ও আ: রশিদ মিয়া নামের তিন জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২টি পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীরা নরসিংদী শহরে বিভিন্ন অপরাধ সংগঠনের জন্য অস্ত্র ভাড়া ও বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অপরাধী চক্রটির দখলে থাকা অন্যান্য অবৈধ অস্ত্র এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
# লক্ষণ বর্মন,