ক্রীড়া ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: ক্রিকেট মাঠে সতর্কভাবে ব্যাটিং করার পাশাপাশি আচরণবিধির ক্ষেত্রেও সতর্ক হতে হবে বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমানকে।
তা না হলে নিষেধাজ্ঞায় পড়তে হবে এ ডানহাতি ব্যাটসম্যানকে।
আচরণবিধি লঙ্ঘনের অপরাধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) শাস্তির নতুন যে নিয়ম চালু করেছে তাতে বলা হয়েছে, কোনো ক্রিকেটার শৃংখলা ভঙ্গ করলে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। দুই বছরের মধ্যে কোনো ক্রিকেটার ৪টি ডিমেরিট পেলে ওই ক্রিকেটারের নামে ২টি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। আর ২টি নিষেধাজ্ঞা পয়েন্ট পেলে পরবর্তী ১টি টেস্ট অথবা ২টি ওয়ানডে অথবা ২টি টি২০ ম্যাচে নিষিদ্ধ হবেন ওই ক্রিকেটার।
সাব্বির রহমানের সামনে এমন নিষেধাজ্ঞাই ঝুলছে। কেননা এরই মধ্যে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন সাব্বির রহমান। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে আম্পায়ারদের সঙ্গে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করার অভিযোগে তার ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেয়া হয়। সঙ্গে তাকে ২টি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়।
গতকাল রোববার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আবারও শাস্তি দেয়া হয় সাব্বিরকে। সাব্বিরের ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নেয়া হয়। সঙ্গে ১টি ডিমেরিট পয়েন্টও দেয়া হয় তাকে।
শুধু সাব্বিরকেই নয়, ১টি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয় টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা এবং ইংলিশ দলপতি জস বাটলারকেও।
কিন্তু মাশরাফি বা বাটলারের চেয়ে বেশি ঝুঁকিতে পড়ে গেলেন সাব্বির। কেননা আগামী ২৪ মাসের মধ্যে আর ১টি ডিমেরিট পেলেই নিষেধাজ্ঞার কবলে পড়বেন এ ডানহাতি ব্যাটসম্যান।
তাই পরবর্তী ম্যাচগুলোতে আরও সতর্ক হয়ে খেলতে হবে সাব্বিরকে।