নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, বিসর্জন পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা বলবত্ থাকবে।
সোমবার রাতে রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
হিন্দু পূণ্যার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, আপনারা আনন্দমুখর পরিবেশে আপনাদের ধর্মীয় উত্সব পালন করুন। সকল ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় উত্সব নির্বিঘ্নে পালন করতে পারে তার নিশ্চয়তা বিধান করা সরকারের অঙ্গীকার। পুলিশ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পূজা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পুলিশ প্রধান বলেন, পূজামণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশি নিরাপত্তার কারণে পূজামণ্ডপে প্রতিদিন বিপুল সংখ্যক পূজারীর সমাগম ঘটছে। এ নময় আইজিপি মণ্ডপে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন।