রংপুর,বর্তমানকণ্ঠ ডটকম: রংপুর জেলায় গেল তিন মাসে ২০টি খুন ও ১৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এছাড়া নারী-শিশু নির্যাতন, চুরি, ডাকাতিসহ ৮৬১ টি অপরাধ সংঘটিত হয়েছে।
রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এতথ্য জানান।
গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের এসব অপরাধ চিত্র তুলে জেলা প্রশাসক জানান, জুলাই মাসে ৭টি, আগস্ট মাসে ৫টি ও সেপ্টেম্বর মাসে ৮টি খুনের ঘটনা ঘটেছে। তাছাড়া জুলাইতে ১৩, আগস্টে ৪ এবং সেপ্টেম্বরে ১ জনসহ মোট ১৮ জন ধর্ষণের শিকার হয়েছেন।
এছাড়া গত ৩ মাসে নারী-শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৬০টি, মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ৩২১টি, চোরাচালান ১টি, অস্ত্র আইনে ১টি, চুরি হয়েছে ৩৭টি, সিধেল চুরি হয়েছে ১০টি। রাহাজানি ৪টি ও ডাকাতির ঘটনা ঘটেছে ২টি এবং অন্যান্য ৪২৫টিসহ মোট ৮৯৯টি অপরাধের বিষয় রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।
রাহাত আনোয়ার আরো বলেন, পুলিশ, র্যাব, চোরাচালান প্রতিরোধ টাক্সফোর্স ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২টি অভিযান পরিচালনা করে ২৭ লাখ ৪৫ হাজার ৭শ’ টাকা মূল্যের ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, চোলাই মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার ও ২০০জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন।
রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো কঠোর হতে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের প্রতি আহবান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে নির্মূল করতে হবে। মাদক ব্যবসার সাথে যারাই জড়িত থাক না কেন, এমনকি আমার ভাইও যদি এর সাথে জড়িত থাকে তাহলে তাকেও ছাড় দেয়া হবে না।