শাকিল মুরাদ, বর্তমানকণ্ঠ ডটকম: জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার- এ নীতিতে বিশ্বাস করে বলেই আজকে বাংলাদেশে হিন্দু-মুসলিমে কোন ভেদাভেদ নেই। নেই কোন সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সাম্প্রদায়িক সম্প্রীতির এক মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। যে কারণে সনাতন ধর্মাবলম্বীরা আজ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে।
তিনি ১০ অক্টোবর সোমবার রাতে শেরপুর শহরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং স্থানীয় নয়ানী বাড়ি ভবতারা মন্দির অঙ্গণে আয়োজিত হিন্দু নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। ওইসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। অনুষ্ঠানে হুইপ আতিকের কনিষ্ঠ কন্যা সাদিয়া রহমান অপি ইংরেজিতে শুভেচ্ছা বক্তব্য দিয়ে সবাইকে অবাক করে দেয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা খন্দকার নজরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল হক নাজিম ও এডভোকেট সুব্রত কুমার দে ভানু, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উৎপল, বর্তমান সভাপতি জুনায়েদ নুরানী মনি প্রমূখ।