নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: রাজধানীর ভাসানটেক এলাকায় একটি বাসা থেকে আলী হোসেন (৬৮) নামে অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ভাসানটেক থানার বনানী ওল্ড ডিওএইচএসের ২ নম্বর সড়কের ৫৩/এ নম্বর বাড়ির তৃতীয় তলায় তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
পূর্বপরিচিত একজন প্রবাসীর ওই বাসাটি তিনি দেখাশোনা করতেন। জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক আলী হোসেন কয়েক বছর আগে পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভাইস প্রিন্সিপাল পদ থেকে অবসরে যান। পুলিশ বলছে, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
আলী হোসেনের ভায়রা মাহবুবুর রহমান জানান, শিক্ষকতা থেকে অবসরে গিয়ে আলী হোসেন একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে চাকরি নেন। ওই প্রতিষ্ঠানটি বনানীর একটি প্লটে বহুতল ভবন নির্মাণ করছিল। পাশাপাশি তিনি ভাসানটেকের ওই বাড়িটিও দেখাশোনা করতেন। বেশি রাত হলে আলী হোসেন সেখানে থেকে যেতেন। সোমবার রাতে তিনি মিরপুর ১০ নম্বরে নিজ বাড়িতে ফেরেননি। মঙ্গলবার ওই বাড়িটির কেয়ারটেকাররা খবর দিলে সেখানে গিয়ে আলী হোসেনের মরদেহ পাওয়া যায়।
ভাসানটেক থানার ওসি নজরুল ইসলাম জানান, আলী হোসেনের হাত-পা বাঁধা ছিল। মুখেও স্কচটেপ লাগানো ছিল। ধারণা করা হচ্ছে, ভবনের সংশ্লিষ্ট কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার বুকের ডান পাশসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ওসি বলেন, ‘ঘটনার পর ভবনটি থেকে দুই নিরাপত্তাকর্মী পালিয়েছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সেখান থেকে সেলিম মিয়া নামে এক কেয়ারটেকারকে আটক করা হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।’
স্বজনরা জানান, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে মিরপুর-১০ নম্বরের বাড়িতে থাকতেন আলী হোসেন। ৬ থেকে ৭ বছর আগে সোহরাওয়ার্দী কলেজ থেকে অবসরে গেলেও এর আগে তিনি ইডেন কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে জীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন।