নিজস্ব প্রতিবেদক,বর্তমানকণ্ঠ ডটকম: নিষেধাজ্ঞা অমান্য করে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে পুরান ঢাকার হোসেনী দালান এলাকা থেকে ১৪ ‘পাইক’কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের আটক করে চকবাজার থানায় নেওয়া হয়।
কারবালার বিয়োগান্তক ঘটনা স্মরণ করে মহররমের তাজিয়া মিছিলে ‘হায় হোসেন’ মাতম তুলে যারা দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও চাবুক নিয়ে নিজেদের শরীর রক্তাক্ত করে তাদের পাইক বলা হয়। প্রতিবছর তাজিয়া মিছিলে এমন দৃশ্য দেখা গেলেও গত বছর বোমা হামলার পর পুলিশ ও হোসেনী দালান কর্তৃপক্ষ চলতি বছর এমন মিছিল নিষিদ্ধ করে।
চকবাজার থানার ওসি শামীমুর রশিদ তালুকদার জানান, এবার তাজিয়া মিছিলে ধারাল অস্ত্র কিংবা লাঠি বহন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধারাল অস্ত্র ও লাঠি নিয়ে ইমামবাড়ার সামনের রাস্তায় কয়েকজন পাইক দল বেঁধে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এরা মানুষজনের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্রও ছিনিয়ে নেয়। এমন কয়েকজনকে চিহ্নিত করে থানায় নেওয়া হয়েছে।
ইমামবাড়া তাজিয়া মিছিল সমন্বয় কমিটির আহ্বায়ক মীর জুলফিকার আলী জানান, পুলিশ আটক করে পাইকদের থানায় নিলেও যাচাই করে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।