লক্ষন বর্মন,বর্তমানকণ্ঠ ডটকম:: নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে গরুবাহী ট্রলার ডুবে ৪ জন নিখোঁজ হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বেলোয়ারচর আনন্দবাজারের পাশ্ববর্তী মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমোজা বাজার থেকে প্রায় ২০ জন গরু ব্যাপারী ট্রলার যোগে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি আসছিলেন। রাত ৮টার দিকে পথিমধ্যে বেলোয়ারচর আনন্দবাজারের পাশ্ববর্তী মেঘনা নদীতে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে। এতে ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা গরু ব্যবসায়ীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় ৪জন। এবং ট্রলারে থাকা ১০টি গরু পানিতে ডুবে মারা যায়।
স্থানীয় লোকজন প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। পরে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেয়।
শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আজান সাংবাদিকদের জানান, গরুবাহী ট্রলার ডুবে ৪ জন নিখোঁজ হয়েছে। তাঁরা হলেন, উপজেলার বাহেরচরের আনোয়ার মিয়া, আব্দুল্লাহ পুরের আবদুল হক, ফরিদ মিয়া ও মেহেরনগরের খলিল মিয়া।