
Bangladesh cricketer Tamim Iqbal plays a shot during the first one day international(ODI) cricket match between Afghanistan and Bangladesh at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on September 25,2016. / AFP PHOTO / STR
স্পোর্টস ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ।
ইংলিশ অধিনায়ক জস বাটলার টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান।
সকাল থেকে কয়েক দফায় থেমেছে বৃষ্টি। নেমেছে আবার। ম্যাচ হওয়া নিয়েই শঙ্কা থাকলেও টস হতে দেরি হয়েছে মাত্র মিনিট দশেক।
বাংলাদেশ দলে আগের একাদশ থেকে পরিবর্তন নেই একটিও। ইংল্যান্ড দলে পরিবর্তন দুটি। জেসন রয় ফিট নন, পরিবর্তে এসেছেন স্যাম বিলিংস। পেসার ডেভিড উইলির জায়গায় ফিরেছেন ফিট হওয়া লিয়াম প্লাঙ্কেট।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক),তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।