আন্তর্জাতিক ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: আফগানিস্তানের কাবুলে শিয়াদের আশুরায় লোকজনের জমায়েতে দুই বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ১৪ জন নিহত ও ৩০ এর অধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার রাতে কাবুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, আত্মঘাতী দুই জঙ্গি বোমাবাহী পোশাক পরে কাবুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন কারতি সাখি মসজিদের ভেতর প্রবেশ করে। কর্তব্যরত এক পুলিশ দুই আত্মঘাতীর একজনকে ধরে ফেলে। তার কাছ থেকে একে-৪৭ অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় সে। এতে ওই আত্মঘাতী জঙ্গি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর সে ধর্মীয় স্থানে জমায়েত হওয়া লোকজনের ওপর এলোপাথাড়ি গুলি চালিয়ে কম পক্ষে ১৪ জনকে হত্যা করে ও ৩০ এর অধিক লোককে আহত করে।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মঘাতী ওই দুই জঙ্গি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। হামলা প্রতিরোধ করতে গিয়ে একজন পুলিশ সদস্য নিহত হয় বলে তিনি জানান।