
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে উপমহাদেশ ব্যাপকভাবে উত্তপ্ত। ভারত দাবি করেছে, তারা পাকিস্তানে ঢুকে ‘জঙ্গিদের’ বিরুদ্ধে সফল সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। কিন্তু পাকিস্তান তা অস্বীকার করে চলেছে। কিন্তু এই আক্রমণ নিয়ে ভারতে কিছু দিন ধরেই চলছিল বিতর্ক। এই বিতর্কে এবার নতুন মাত্রার যোগ করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর। ভারতের বিদায়ী কংগ্রেস সরকারও কয়েকবার এ ধরনের হামলা চালিয়েছিল বলে দাবি করেছিল। কিন্তু পরিকর তা প্রত্যাখ্যান করেন।
কংগ্রেসের তথা ইউপিএ আমলে সার্জিক্যাল স্ট্রাইকের দাবি অস্বীকার করায় প্রতিরক্ষামন্ত্রীকে তোপ দেগে তার বিরুদ্ধে ‘নগ্ন রাজনীতি’ করার অভিযোগ তুলল কংগ্রেস। দলের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা তাকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, শ্রী পর্রিকর, ভারতীয় সেনাবাহিনীকে কেন তার প্রাপ্য কৃতিত্ব দিচ্ছেন না? কেন মানুষকে বিভ্রান্ত করছেন, আগের সার্জিক্যাল স্ট্রাইক অস্বীকার করে কেন সেনাবাহিনীর ভূমিকাকে লঘু করে দেখাচ্ছেন?
সুরজেওয়ালা বলেছেন, ২০১১ সালে পুরোদমে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল ‘অপারেশন জিঞ্জার’ নামে। কেন সেনার সেই সাহসী অভিযান নিয়ে চুপ মনোহর পর্রিকর? এটা খোলাখুলি, নির্লজ্জ রাজনীতি করা নয়! তার প্রশ্ন, সাম্প্রতিক সেনা অভিযানের জন্য সেনাবাহিনীকে যদি পূর্ণ কৃতিত্বই দেয়া হয়, তাহলে কেন ‘উরির প্রত্যাঘাতকারী’ পোস্টারে মোদিজীকে ভগবান রাম বলে সাজিয়ে সেগুলি ভোটমুখী রাজ্যে ছড়ানো হচ্ছে?