
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নিযোগ পাচ্ছেন নতুন প্রায় ৩ হাজার জনবল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরকে আধুনিক এবং শক্তিশালী করতে এ নিয়োগ হচ্ছে বলেএনবিআর সূত্রে জানা গেছে।
একই সঙ্গে সক্ষমতা বৃদ্ধি করতে হেলিকপ্টার, ফরেনসিক ল্যাব, উচ্চ প্রযুক্তির গোয়েন্দা সামগ্রী ও নৌযানসহ অন্যান্য লজিস্টিকস সহায়তা দেওয়া হচ্ছে। চলতি বছরের শুরুতে শুল্ক গোয়েন্দা থেকে নতুন কাঠামোসহ এক গুচ্ছ প্রস্তাবনা দেওয়া হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান স্বাক্ষরিত প্রস্তাবনাটি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বরাবর পাঠানো হয়েছে। যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে। এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।