সিলেট,বর্তমানকণ্ঠ ডটকম: রাতের আধাঁরে ভয় দেখিয়ে প্রতারণার অভিযোগে সিলেট মহানগর পুলিশের তিন সদস্যকে ক্লোজড করা হয়েছে। ওই তিন পুলিশ সদস্য হলেন- নগরীর সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোস্তাফিজ এবং পুলিশ লাইনের কনস্টেবল রাজন ও পাভেল।
রবিবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।
সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে নগরীর ঝেরঝেরিপাড়া এলাকায় তিন যুবককে ভয় দেখিয়ে প্রতারণা করেন ওই তিন পুলিশ সদস্য। বিষয়টি এসএমপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে তাদের ক্লোজড করা হয়।