কুড়িগ্রাম,বর্তমানকণ্ঠ ডটকম: জেলার ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মা-ছেলে ও পুত্রবধূ।
বুধবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে জয়মনিরহাট ইউনিয়নের খাশেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, আজিজার রহমানের ছেলে সাইফুর (২৫) নিজ বাড়ির বিদ্যুতের তার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী মমতাজ (২০) এবং পরে মা ছবিরন (৪২) এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।