আন্তর্জাতিক ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: সিরিয়ার আলেপ্পোয় বুধবার রাশিয়া ও সিরিয়ার জঙ্গি বিমান হামলায় কমপক্ষে ৮১ জন নিহত হয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্বদিকে সারাদিন বিমান হামলায় ৮০ অধিক বেসামরিক লোককে আহত হয়। স্থানীয় উদ্ধারকারী দল এ তথ্য দিয়েছে। খবর আল-জাজিরার।
বুধবার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ৫০ এর অধিক মিসাইল হামলা চালায় রাশিয়া ও সিরিয়ার জেট বিমানগুলো। এতে ৮৭ অধিক লোক আহত হন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানকার বেশ কয়েকটি এলাকা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেক লোক। চাপা পড়া এসব লোককে উদ্ধারের চেষ্টা করছে দমকল।
ফেরদৌস এলাকার এক বাজারে বিমান হামলায় ২২ জন নিহত হয়েছে। সেখানকার এক চিকিৎসক ডা: ফরিদা বলেন, কাদের লক্ষ্য করে এসব জায়গায় বিমান হামলা চালানো হয় তা পরিষ্কার নয় কারো কাছে। হামলায় বাজারে বহু দোকান মাটির সঙ্গে মিশে গেছে।