নিজস্ব প্রতিবেদক,বর্তমানকন্ঠ ডটকম: অনুষ্ঠেয় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের নামের বাহিরে অন্য কারও নামে স্লোগান না দেয়ার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে দফতর উপ-কমিটির সভায় এ কথা বলেন ওবায়দুল।
কাদের বলেন, ‘সম্মেলনে কোন ধরনের আত্মপ্রচার চলবে না। বঙ্গবন্ধু, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে স্লোগান হবে। এর বাইরে কেউ চাইলে বঙ্গবন্ধু পরিবারের যেকোন সদস্যকে নিয়ে স্লোগান দিতে পারেন।’
২০তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি সিংহভাগ সম্পন্ন হয়েছে জানিয়ে দফতর উপ-কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে ৬৮টির কাউন্সিলর ও ডেলিগেটদের তালিকা আমরা হাতে পেয়েছি। পাশাপাশি এই জেলাগুলো সাংগঠনিক রিপোর্টও ইতোমধ্যে জমা দিয়েছে।’