গাইবান্ধা,বর্তমানকণ্ঠ ডটকম: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ দুইজন নিহত হয়েছেন। বগুড়া-ঘোড়াঘাট দিনাজপুর আঞ্চলিক সড়কে বৃহস্পতিবার মধ্যরাতে এ দুর্ঘটনা দু’টি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কাইয়াগঞ্জ গ্রামের মৃত. বাশারত আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০) ও উপজেলার বাগদা কলোনীর রাবেয়া খাতুন (৩৫)।
গোবিন্দগঞ্জ ওসি সুব্রত কুমার সরকার প্রত্যক্ষদর্শীরা জানান, জহুরুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার গোবিন্দগঞ্জ থেকে নিজ বাড়ি কাইয়াগঞ্জ ফেরার পথে বাড়ির অদূরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
তিনি আরো জানান, এছাড়া রাত সাড়ে ১০টার দিকে একই সড়কের বাগদা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রাবেয়া খাতুন (৪৫) নামে এক পথচারী গুরুতর আহত হন। তাকে মুমূর্ষ অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তিনি মারা যান।