বিনোদন ডেস্ক,বর্তমানকণ্ঠ ডটকম: বলিউডে নিজের অবস্থান তৈরি করতে লড়েছেন শ্রীলংকান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। কিন্তু তিনি বলিউডে জনপ্রিয়তা পেতে কিক টা দেন সালমান খান,তার ‘কিক’ ছবিটির মাধ্যমে।
‘কিক’ ছবির পর আবারও একত্রিত হলেন এই দুই তারকা। যদিও শোনা গিয়েছিল ‘কিক ২’ তে আগামী বছর নামবেন এই দুই তারকা। কিন্তু তা এখনো জল্পনা।
তবে এর আগেই বিজ্ঞাপনের জন্য তারা একত্রিত হলেন। সালমানের নিজের প্রতিষ্ঠান ‘বিং হিউম্যান’ এর পোশাক ও অলঙ্কারের বিজ্ঞাপনে তারা নিজেদের পুরনো রসায়নে ছবি তুললেন।
এদিকে এই যুগলের রসায়ন দেখে বলি পাড়ায় গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই নতুন কোন ছবিতে ভাইজানের সাথে দেখা যেতে পারে জ্যাকির।