স্পোর্টস ডেস্ক, বর্তমানকণ্ঠ ডটকম: বলা চলে গেল আইপিল খেলে দেশে ফেরার পর থেকে চোঁট যেন কিছুতেই পিছু ছাড়ছিল না বাংলাদেশের বিস্ময় বোলার মোস্তাফিজুর রহমানের। তবে তিনিও নাছোড়বান্দা। চোঁট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার জানান দিয়েছেন এই বাম হাতি পেসার।
নিউজিল্যান্ড সফরে দিয়েই হবে বল হাতে তার দুর্দান্ত লড়াই। নিজের ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন দেশ সেরা এই বোলার। ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল।
গত জুলাইয়ে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর অনুশীলন করতে গিয়ে ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। এরপর সম্পূর্ণ সুস্থতার জন্য ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার করাতে হয় এ পেসারের। অস্ত্রোপচার করেন সার্জন অ্যান্ড্রু ওয়ালেস।
ইংল্যান্ড থেকে দেশে ফেরার পর পুনর্বাসন প্রক্রিয়ায় বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন মোস্তাফিজ। সদ্য অনুষ্ঠিত আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষেও চোঁটের কারণে মাঠে নামেননি ফিজ।