এম এ রহিম,বর্তমানকণ্ঠ ডটকম: মিথ্যা চাকৃুরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতের দিল্লি ও পাজ্ঞাবে পাচার হওয়া ১০তরুনীকে দীর্ঘ ৪বছর পর শনিবার সন্ধায় বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্টাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন।ফেরত আসা তরুনী নার্গিস,শিউলি,ফরিদা,খাদিজা,রেশমা,বেগম,আয়শা খাতুন, মনিকা ও পায়রা খাতুন,নাসরিন, খুলনা যশোর নড়াইল বাগেরহাট ও রাজশাহী জেলার অধিবাসি।
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ইকবাল মাহমুদ জানান,তিন থেকে চার বছর আগে বিভিন্ন সময়ে মিথ্যা চাকৃুরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতে দিল্লিতে ও পাজ্ঞাবে পাচার হয়ে যায় ১০ তরুনী। এক পর্যায়ে দিল্লি পুলিশের হাতে আটক হয় তারা। পরে এসব বাংলাদেশী তরুনীদের ঠাই হয় নব জীবন সংস্থা নামে একটি মানবধিবার আশ্রমে। সেখান থেকে রাইট যশোর এর উদ্দোযাগে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হস্তক্ষেপে দেশে ফেরে তারা। তাদেরকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তুলে দেওয়া হয় রাইট যশোরের কাছে।
রাইট যশোর শেল্টার হোম থেকে তাদেরকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় এনজিও সংস্থা-রাইট যশোরের প্রগ্রাম অফিসার সৈয়েদ আমিন আনাস।
শিউলি ও ফরিদা খাতুন বলেন,তাদের মতো কেহ যেন আর প্রতারিত হয়ে ভারতে না যায়। এ নরক যন্ত্রনা সইবার নয়। অভিশাপ থেকে মুক্ত হতে পেরে দীর্ঘশ্বাস ফেলেন তারা। দেশের মা বোনদের প্রতারনার ফাদ থেকে দুরে থাকার অনুরোধ করেন এসব তরুনীরা।